যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের


যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কের নেতিবাচক প্রভাব সামাল দিতে বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, ‘পাল্টা শুল্ক’ মূলত যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের কৌশলের অংশ এবং এই পদক্ষেপ চীনের দৃষ্টিতে অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়।

তিনি জানান, এই সংকট মোকাবেলায় চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাঠামোর ভেতরে থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

বাংলাদেশের রপ্তানি খাত প্রসঙ্গে তিনি বলেন, চীন চায় বাংলাদেশ তার রপ্তানি বাজার আরও বিস্তৃত করুক এবং রপ্তানিতে দক্ষতা বৃদ্ধি পাক।

বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আদায় করছে। এর সঙ্গে আরও ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×