করদাতাদের আস্থা পেতে জবাবদিহির ওপর জোর দিলেন এনবিআর চেয়ারম্যান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:১৩ পিএম, ২৬ জুলাই ২০২৫

করদাতাদের আস্থা অর্জনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কারের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, শুধুমাত্র প্রতিষ্ঠান ভাগ করে সমস্যার সমাধান আসবে না; কর ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে হলে পদ্ধতিগত কাঠামোর সংস্কার ও দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর এফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। “কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি” শীর্ষক এই অনুষ্ঠানে দেশের কর সংস্কৃতি এবং করদাতাদের মানসিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় এনবিআর চেয়ারম্যান মন্তব্য করেন, “কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশে সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই। এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে। যদিও এ চেষ্টা খুব একটা এগুতে পারেনি।”
তিনি আরও বলেন, দেশে প্রচলিত অডিট ব্যবস্থায় করদাতাদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে এই সমস্যা অনেকাংশে কমানো সম্ভব বলে জানান তিনি। কর প্রশাসনকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য এনবিআরকে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে বলেও তিনি মত দেন।