যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে বৈঠক ২৯ জুলাই


যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে বৈঠক ২৯ জুলাই

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে আগামী ২৯ জুলাই আলোচনা করবে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই আলোচনা অনলাইন বা ফিজিক্যালি যেকোনোভাবে হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

বাণিজ্য সচিব মাহবুবুর বলেন, ‘শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে সভা শুক্রবার নয়, আগামী ২৯ জুলাই হবে। সভাটি অনলাইন কিংবা ফিজিক্যালি যে কোনোভাবে হতে পারে। এমনটি ইউএসটিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যেহেতু এটি দর-কষাকষির বিষয়, তাই আমরা এখনো চেষ্টা করছি, এটি সশরীর করার জন্য।’

৩৫ শতাংশ পাল্টা শুল্কের তৃতীয় দফার আলোচনার জন্য বারবার যুক্তরাষ্ট্রে গিয়ে মিটিংয়ের সময় চেয়ে অপেক্ষা করছিল বাণিজ্য মন্ত্রণালয়। বেশ কিছু সভা-সেমিনার যুক্তরাষ্ট্রকে কোন কোন বিষয়ে সুবিধা দেওয়া হবে তা ইতোমধ্যেই ইউএসটিআরকে জানানো হয়েছে।

এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাওয়ার সর্বাত্মক প্রস্তুতি নিয়েও রেখেছে।

এর আগে আজ দুপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না। একই সঙ্গে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি অনলাইন হতে পারে। তার ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তি কার্যক্রম নির্ধারণ করবো।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×