আবারও পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন


আবারও পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি ডলার চুরির বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন এখনও আলোর মুখ দেখেনি। এ ঘটনায় ৮৭ বার সময় নিয়েও রিপোর্ট দিতে পারেনি তদন্ত সংস্থা সিআইডি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় চেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পূর্বনির্ধারিত দিন বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ে তা জমা না পড়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আগামী ২৬ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ঠিক করেন। এ নিয়ে মোট ৮৭ বার সময় চাইল তদন্ত সংস্থা সিআইডি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকাররা সুইফট কোড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। পরে সেই অর্থ পাচার করা হয় ফিলিপাইনে।

এ ঘটনায় দেশীয় কোনো একটি চক্র হ্যাকারদের সহায়তা করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার এক মাসেরও কম সময় পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারা অন্তর্ভুক্ত করা হয়।

মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×