পোশাক নির্দেশনা নিয়ে বিতর্ক, গভর্নরের নির্দেশে সার্কুলার প্রত্যাহার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৪০ পিএম, ২৪ জুলাই ২০২৫
বাংলাদেশ ব্যাংকের কর্মীদের পোশাকবিধি নিয়ে সম্প্রতি জারি করা একটি পরামর্শমূলক সার্কুলার ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক। জনমতের চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে গভর্নরের হস্তক্ষেপে নির্দেশনাটি অবশেষে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এক ক্ষুদেবার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, সংশ্লিষ্ট সার্কুলারটি আর কার্যকর থাকছে না।
জানা যায়, ব্যাংকের বিভিন্ন বিভাগীয় বৈঠকে কর্মীদের অফিস উপযোগী পোশাক পরিধান সংক্রান্ত একটি পরামর্শমূলক আলোচনা হয়। এতে নারী কর্মীদের জন্য শালীন পোশাক—যেমন সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরার সুপারিশ করা হয়। পাশাপাশি, অতি কারুকার্যপূর্ণ, আঁটসাঁট কিংবা অফিস পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করার কথাও বলা হয়েছিল।
এই নির্দেশনার খবর সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই একে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।
পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক আরও একটি বিবৃতি প্রকাশ করে জানায়, “এই সার্কুলার ছিল সম্পূর্ণ পরামর্শমূলক। বিশেষ করে নারী কর্মীদের বোরকা বা হিজাব পরার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নির্দেশনা ছিল না।”
এদিকে বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে বিষয়টি এলে তিনি বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সার্কুলার প্রত্যাহারের নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে, ভবিষ্যতে অভ্যন্তরীণ পরিবেশে সৌহার্দ্য ও পেশাদারিত্ব বজায় রেখে যেকোনো উদ্যোগ গ্রহণে আরও সংবেদনশীলতা ও পরিমিতি বজায় রাখা হবে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে, পোশাক পরার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না।