ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান


ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।

বুধবার (২৩ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে এই পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. জুবায়দুর রহমান তার পেশাগত জীবন শুরু করেন ১৯৭৫ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষকতা জীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন, পাশাপাশি ইতালির ইউনিভার্সিটি অব বোকোনি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা-শ্যাম্পেইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য।

বিশ্বব্যাংকে দীর্ঘদিন কর্মরত থাকাকালে ড. রহমান উন্নয়নশীল ও নবউদীয়মান অর্থনীতির দেশগুলোতে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি বিশেষভাবে কৌশলগত পরামর্শ, পরিবর্তন ব্যবস্থাপনা, আর্থিক জবাবদিহিতা এবং কর্পোরেট গভর্ন্যান্সের ওপর দক্ষতা অর্জন করেছেন।

বিশ্বব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামক একটি আন্তর্জাতিক কর্মসূচির নেতৃত্ব দেন, যার উদ্দেশ্য ছিল আর্থিক কাঠামো শক্তিশালী করা। এ কর্মসূচির আওতায় তিনি বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গে অংশ নিয়ে নীতি সংলাপ পরিচালনা করেন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ভূমিকা রাখেন।

ড. রহমান রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে আন্তর্জাতিক পেশাদারি প্রতিষ্ঠান ডেলোয়েট-এর কার্যক্রম শুরু ও পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। তিনি এসব দেশে বাজার অর্থনীতির ভিত্তি গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার এই নিয়োগ ব্যাংকের নেতৃত্বে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×