বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৩৭ এম, ২৩ জুলাই ২০২৫
দেশের স্বর্ণ বাজারে আবারও মূল্যবৃদ্ধি দেখা গেছে। সবচেয়ে উন্নতমানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ী, এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন এই দাম ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী বা খাঁটি স্বর্ণের দাম বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, সংশোধিত দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, যা পূর্বের চেয়ে ১ হাজার ৪ টাকা বেশি। ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক ভরিতে বেড়েছে ৮৫২ টাকা, নতুন দাম হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে ৭৩৫ টাকা, যা নতুন করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপা এখনও বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত রয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, চলতি মাসেই ৮ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল, তার আগে ২ জুলাই বাড়ানো হয়েছিল দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় এবার আবারও বাড়ানো হলো স্বর্ণের মূল্য।