দুই বছরের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি, জুনে সামগ্রিক হার ৮.৪৮ শতাংশ


saurav/infloation-20240114145655.jpg

দেশে চলতি বছরের জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে, যেখানে মে মাসে তা ছিল ৯ দশমিক ০৫ শতাংশ এবং গত বছরের জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতার মূল কারণ খাদ্য ও অখাদ্য পণ্যের দামে স্বস্তিদায়ক হ্রাস। এর ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিএস-এর তথ্য অনুসারে, খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি কমে জুনে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশ, যেখানে এক মাস আগেই তা ছিল ৮.৫৯ শতাংশ। নিত্যপণ্যের কিছুটা মূল্য হ্রাসের প্রভাবেই এই পরিবর্তন এসেছে।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিতেও সামান্য হ্রাস লক্ষ্য করা গেছে। জুন মাসে এটি দাঁড়িয়েছে ৯.৩৭ শতাংশে, যেখানে মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×