পূবালী ব্যাংকের কলাবাগান উপশাখার উদ্বোধন


পূবালী ব্যাংকের কলাবাগান উপশাখার উদ্বোধন

গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি ঢাকার কলাবাগানে উপশাখার কার্যক্রম শুরু করেছে।
 
সোমবার (৩০ ডিসেম্বর) উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। সভাপতিত্ব করেন পান্থপথ শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. খোসদার আলী।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে কলাবাগান উপশাখাটি উদ্বোধন করা হয়েছে।’ 

কলাবাগান উপশাখা এই এলাকার ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীগণ ও পূবালী ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×