এরিয়া৭১ ভেঞ্চারের ‘অপর্চুনিটি স্কেলআপ সামিট ২০২৪’ অনুষ্ঠিত


এরিয়া৭১ ভেঞ্চারের ‘অপর্চুনিটি স্কেলআপ সামিট ২০২৪’ অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথম আমাজন এসপিএন পার্টনার এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেড গত দশ বছর ধরে আমাজন মার্কটপ্লেসে সফলতার সাথে বিসনেজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল দেশের মানুষকে আর্থিকভাবে স্বাধীন হওয়ার অনুপ্রেরণা দেওয়া। আর তাই বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য এরিয়া৭১ ভেঞ্চার করেছে ‘অপর্চুনিটি স্কেলআপ সামিট ২০২৪’। যা চট্টগ্রাম সিটির থিয়েটার ইনস্টিটিউটে শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
 
উদ্যোক্তা, ই-কমার্স পেশাজীবী ও ব্যবসায়ীদের একত্রিত করতে এই সামিট গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ইভেন্টটিতে ছিল বিশিষ্ট বক্তাদের সেশন, নেটওয়ার্কিং সুযোগ ও বিভিন্ন কার্যক্রম; যা অংশগ্রহণকারীদের ব্যবসায় বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এরিয়া৭১ ভেঞ্চারসের সিইও মো. আহসান হাবিব, সিওও মো. ইফতেখারুল ইসলাম, প্রোকিউরমেন্ট ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মাসরুর আনোয়ার চৌধুরী।

মো. আহসান হাবিব বলেন, ‘অপর্চুনিটি স্কেলআপ সামিট ২০২৪’ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ব্যবসায়ের পরবর্তী ধাপে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য এটি ছিল অনন্য সুযোগ; যা তাদের ব্যবসায়ের গতি বাড়াবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×