
জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থীতা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে। নির্বাচন কমিশনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানির পর এই রুল জারি করেন।
এর আগে, ৭ জানুয়ারি, জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
শুনানি শুরু হলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করেন, ১০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা বাতিলের ক্ষেত্রে কেউ আপিল করেছেন কি না এবং প্রার্থীতা ফিরে পেয়েছেন কি না সে বিষয়ে তথ্য দিতে। এরপর রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির একাংশের আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ চেয়ে এই রিট দায়ের করা হয়।