
লক্ষ্মীপুরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি জুলাই গণহত্যা মামলায় প্রথম জামিনের আদেশ।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জামিনের সিদ্ধান্ত দেন।
জামিন আবেদনে হুমায়ুনের আইনজীবী উল্লেখ করেন, তার মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত। তিনি বলেন, এই রোগে হুমায়ুনের দুই ভাই মারা গেছেন।
প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আসামির আইনজীবী গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দিয়েছেন, তাই বিরোধিতা করা যায় না। তবে তিনি বলেন, কোনো আসামি যেন অপর আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে আসামিকে বাসার ঠিকানা জানাতে হবে, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য করা যাবে না, বাসা পরিবর্তন করতে হলে তা তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানাতে হবে এবং সাক্ষ্য-প্রমাণে প্রভাব ফেলা যাবে না। শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন।
জামিনপ্রাপ্ত হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চররুহিতা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান। তিনি লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে ২০২৪ সালের আগস্টে প্রথমে গ্রেপ্তার হন এবং পরে মানবতাবিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মামলায় অপর আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।