
দুর্নীতির অভিযোগে তদন্তের প্রেক্ষিতে আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এসব সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
তদন্তের সময় দেখা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে বিধি লঙ্ঘন করে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
তদন্তে উঠে এসেছে, এসব সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যদি তদন্ত শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর হয়ে যায়, তবে তা উদ্ধার করা কঠিন হবে। এ কারণে আদালত জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।