
১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছিল বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ মামলায় রায় ঘোষণা করেন। রায়ের সময় দুলু নিজে আদালতে উপস্থিত ছিলেন।
দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, “এটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন স্বাক্ষী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ বিএনপি নেতা দুলুকে মামলার অভিযোগ থেকে খালাস দেন।”
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ আগস্ট রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ দুলুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে দুলুর মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকার আয়ের বিপরীতে তিনি ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য সরবরাহ করেছেন।