স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলম দুদুর দেশত্যাগে নিষেধাজ্ঞা


স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি সামছুল আলম দুদুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অনুসন্ধান চলছে, আর সেই প্রেক্ষাপটে সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং দুই সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের বিদেশে যাত্রা আপাতত বন্ধ হচ্ছে। আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

মঙ্গলবার, ৭ অক্টোবর, ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল।

দুদকের পক্ষে আদালতে আবেদন করেন উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ। আবেদনে উল্লেখ করা হয়, জয়পুরহাট-১ আসনের সাবেক এমপি সামছুল আলম দুদুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি অনুসন্ধান চলছে।

তথ্য অনুযায়ী, ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় সামছুল আলম তার সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন ২০ লাখ ২৮ হাজার টাকা। অথচ অনুসন্ধানে উঠে এসেছে, বর্তমানে তার নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এছাড়া, তদন্ত সংশ্লিষ্টদের দাবি, এমপি থাকাকালে সামছুল আলম মানিলন্ডারিংয়ের মাধ্যমে এসব সম্পদ গোপনে স্থানান্তরের চেষ্টা করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, যা চলমান অনুসন্ধানের পথে বড় বাধা হতে পারে।

এই অবস্থায়, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং সম্ভাব্য প্রভাব এড়াতে তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা ছিল বলে আদালতকে জানায় দুদক। আদালত সেই আবেদনে সম্মতি দিয়ে নিষেধাজ্ঞার নির্দেশ দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×