
কক্সবাজার শহরে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনসের পাশে পার্ক করা দোয়েল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে বাসটিতে আগুনের ঘটনা ঘটে।
ঘটনা শুনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বাসের সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
হঠাৎ আগুন জ্বলতে দেখার কারণে স্থানীয়রা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার কারণ হতে পারে সিগারেট বা অন্য কোনো অজানা কারণে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন জানান, বাসের চালকের সঙ্গে কথা বলার পর জানা গেছে যে হেলপার বাসের ভিতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। সম্ভবত দুর্ঘটনাবশত আগুন লেগেছে। কেউ হতাহত হয়নি।