
ভোলার তজুমুদ্দিনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
তোপধ্বনির পরপরই শহীদদের স্মরণে সকাল ৭টায় উপজেলা পরিষদে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন। পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিরা বিজয় মেলা পরিদর্শন করেন।
উপজেলা পরিষদে শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে থানা পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে হাসপালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ এবং রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলার বিনোদনপ্রেমিরা।