
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা আব্দুর রাজ্জাক (৪০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের মেহেদি হাসান উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মো. রিয়াজুদ্দিন এর ছেলে এবং আহত আব্দুর রাজ্জাক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের হাবিবুর রহমান ছেলে।
জানা যায়, নিহত মেহেদি হাসান ও আহত আব্দুর রাজ্জাক দুজনই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির কর্মী। মেহেদি হাসান ভ্যানচালক হিসেবে এএসআর পদে এবং আব্দুর রাজ্জাক এসআর পদে কর্মরত ছিলেন।
তারা পাংশা থেকে পণ্য ডেলিভারির উদ্দেশ্যে মাছপাড়া এলাকায় যাওয়া পথে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হেনা মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা কুষ্টিয়া গামী একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদি হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।