মেট্রোরেল বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন


মেট্রোরেল বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মাথায় আঘাত পান ৩৬ বছর বয়সী আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, আবুল কালাম আজাদ নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি এলাকার মৃত আব্দুল জলিল চোকিদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। স্ত্রী ও দুই শিশু সন্তান, আব্দুল্লাহ (৫) ও সুরাইয়া আক্তার (৩) নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আবুল কালাম যখন পথ চলছিলেন, তখন উপরের দিকে থেকে একটি ভারী ধাতব বস্তু পড়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, “আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছি। পরিবারের লোকজন যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনকে পাশে পাবে।”

উল্লেখ্য, রোববার বেলা ১২টার দিকে ব্যক্তিগত কাজে ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ফলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু ঘটে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×