গাইবান্ধায় ট্র্যাক্টর-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল পুলিশ সদস্যের স্ত্রীসহ ২ জনের


গাইবান্ধায় ট্র্যাক্টর-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল পুলিশ সদস্যের স্ত্রীসহ ২ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্র্যাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় একটি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আছেন গোবিন্দগঞ্জের বড়বাজুনিয়া পাড়ার সরকার বাড়ির পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা সবদের আলী (৫০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে নাকাইহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্র্যাক্টরের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং লিমা বেগম ও সবদের আলী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়েছে। আহতদের মধ্যে দুইজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত ট্র্যাক্টর ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×