ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সচল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:২০ এম, ২৩ অক্টোবর ২০২৫

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বিক্ষোভের কারণে বন্ধ থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সেনাবাহিনীর সহায়তায় মহাসড়কটি খুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালেকের বাড়ি এলাকায় বাসচাপায় এক পথচারী আহত হলে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। পরে সেনাবাহিনীর দুটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের হস্তক্ষেপের পর রাত ১১টা ২০ মিনিটে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে যান, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর সহায়তায় রাত ১১টা ২০ মিনিটের দিকে সড়কটি স্বাভাবিক হয়েছে।”