মনপুরায় বাড়ির পুকুর থেকে মৎস্যজীবি দলের সম্পাদকের মরদেহ উদ্ধার


মনপুরায় বাড়ির পুকুর থেকে মৎস্যজীবি দলের সম্পাদকের মরদেহ উদ্ধার

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিজ বাড়ির পুকুর থেকে মৎস্যজীবি দলের  সাধারন সম্পাদক রমোঃ আলমের  মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আলম মাঝির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত  মোঃ আলম মাঝি তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা আলম মাঝিকে পুকুরে ভাসতে দেখেন এবং দ্রুত তাকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে প্রাকৃতির ডাক শুনে সাড়া দিতে গিয়ে তিনি পুকুরে পড়ে যান।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির সাংবাদিকদের জানান, “নিজ বাড়ির পুকুরে পড়ে গিয়ে মৎস্যজীবি দলের নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×