বেরোবির সমাবর্তনে প্রধান অতিথি বদল, তারিখেও পরিবর্তন


বেরোবির সমাবর্তনে প্রধান অতিথি বদল, তারিখেও পরিবর্তন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ ও প্রধান অতিথির পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রধান অতিথির পদেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের পরিবর্তে এবার সমাবর্তনের প্রধান অতিথি থাকছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও বেরোবির সমাবর্তনের তারিখ একই দিনে পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন তারিখ ও সময়সূচি নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়—বেরোবির প্রথম সমাবর্তনে শিক্ষার্থীদের বড় একটি অংশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অথবা শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে অতিথি হিসেবে দেখতে চান। ওই দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের তারিখ ও অতিথি দুটোই পুনর্বিবেচনা করে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “তারিখ পরিবর্তনের দুটি কারণ রয়েছে। প্রথমত, শিক্ষার্থীরা সমাবর্তনে পররাষ্ট্র উপদেষ্টাকে অতিথি হিসেবে চাননি। তিনি বিষয়টি জেনে নিজেই অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছেন। দ্বিতীয়ত, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সময় দিতে সম্মতি জানিয়েছেন।”

শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে আসছেন শুনে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও, তারিখ পিছিয়ে যাওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×