যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, থানার ভেতর জয় বাংলা স্লোগান


যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, থানার ভেতর জয় বাংলা স্লোগান

শরীয়তপুরের নড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও অনলাইনে দলীয় প্রচারণার অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নড়িয়া থানা পুলিশ জানায়, আওয়ামী লীগের কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুলিয়া হাসান পারুল গোপনে সংগঠনটিকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন। তিনি অনলাইনে দলীয় প্রচারণা চালানোর পাশাপাশি স্থানীয়ভাবে বৈঠক আয়োজন করতেন। এছাড়া গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালে মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে গাছ পোড়ানোসহ সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আদালতে নেওয়ার সময় থানার ভেতর থেকেই জুলিয়া হাসান পারুল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×