অস্ত্র-গুলিসহ গাজীপুরে ৫ যুবক গ্রেফতার


অস্ত্র-গুলিসহ গাজীপুরে ৫ যুবক গ্রেফতার

গাজীপুরে কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি লোডেড ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ইমরান হোসেন (২২), জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরের দক্ষিণপাড়া এলাকার মেহেদী হাসান ইমন (২৩), মুলাইদ গ্রামের শাহরিয়ার রহমান সাদাফ (২২) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজার এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।

গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতেই জয়দেবপুর থানার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে ইমরান, আশিকুল ও মেহেদীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে শাহরিয়ার ও মোজাম্মেলকে আটক করা হয়।

পরিদর্শক হাসমত উল্লাহ বলেন, "২ অক্টোবর রাতে ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে ইমরান হোসেন, আশিকুল ইসলাম এবং মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানান, তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি বিশেষ কাজের কথা বলে শাহরিয়ার রহমান ও মোজাম্মেল হক নিয়ে গেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ভালুকার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে শাহরিয়ার ও মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। পরে শাহরিয়ার জানান, অস্ত্র ও গুলি শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকায় তার খালু আব্দুল খালেকের বাড়িতে লুকিয়ে রেখেছেন। ৩ অক্টোবর দুপুরে কাওরাইদ বাজারে তার খালুর বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।"

গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী হাসানের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় তিনটি এবং ইমরানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল, এমনকি খুনের হুমকিসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বলেন, "গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×