গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে অটোরিকশা, নিহত ২
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৪৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ ও স্থানীয়দের মতে, বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে ৩ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী অলিউল্লাহ। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের ছেলে তামিম। তারা সফিপুর থেকে অটোরিকশাযোগে নরসিংদীর উদ্দেশে রওনা হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাটি যখন দেওপাড়া এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক সেটিকে চাপা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান, আর গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে পাঠানো হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাকসুদুল কবির নকিব বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”