দরজা খোলা রেখে খাবার খাচ্ছিলেন বাড়ির মালিক, ঘরে ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার লুট
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩২ পিএম, ০২ অক্টোবর ২০২৫

গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১২ জনের একটি দল মালিকের হাত-পা বেঁধে দেড় লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান তা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী সোবহান মিয়ার বর্ণনা অনুযায়ী, “বুধবার রাত পৌনে ১টার দিকে কক্সবাজার থেকে গাজীপুরের বাসায় আসি। বাসায় আমি ছাড়া কেউ ছিল না। বারান্দার দরজা খোলা রেখে রাতের খাবার খেতে বসি। ১০-১২ জনের একদল ডাকাত হঠাৎ ঘরে ঢুকে আমাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। আলমারির তালা ভেঙে তারা দেড় লাখ টাকা এবং ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার সময় ডাকাতরা গেট বাইর থেকে তালা দিয়ে চলে যায়। পরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ৯৯৯-এ ফোন দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে।”
ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সোবহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হবে।