সাফারি পার্কে গভীর রাতে অনুপ্রবেশ, আটক ১১
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গভীর রাতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অনুপ্রবেশের ঘটনায় ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর থানায় তাদের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল রাকিব।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও, তারা সবাই পার্ক সংলগ্ন এলাকার বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্কে আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরিতে দুর্লভ প্রজাতির প্রাণীসহ মূল্যবান সরঞ্জাম হারিয়ে গেছে, যার ফলে বেশ কয়েকটি মামলা করা হয়। এসব ঘটনা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে পার্কে রাতভর পাহারার ব্যবস্থা নেয়া হয়।
তারেক রহমান জানান, শুক্রবার গভীর রাতে পার্কের সীমান্ত এলাকায় ১১ জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের সাফারি পার্ক ক্যাম্পকে জানানো হয়। পরে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি আব্দুল রাকিব বলেন, "তাদের আটকের পর বনবিভাগ আমাদের কাছে হস্তান্তর করে। পরে শনিবার দুপুরে ১১ জনকেই আদালতে পাঠানো হয়েছে।"