টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫


টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাহারা মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে টঙ্গীর তিনটি, উত্তরার দুটি এবং কুর্মিটোলার দুটি ইউনিটসহ মোট সাতটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিন কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান। এছাড়া পাশের দোকানের মালিক বাবু (২০) আহত হন। সবাইকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত এক কারখানা কর্মকর্তার পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফেমাস কেমিক্যাল নামের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে টঙ্গীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় উত্তরা ও কুর্মিটোলার আরও চারটি ইউনিট যোগ দেয়। এ সময় গুদামের ভেতরে বিস্ফোরণ ঘটে, এতে ফায়ার সার্ভিস সদস্যসহ কয়েকজন দগ্ধ হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, গুদামটিতে প্রচুর কেমিক্যাল মজুত ছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় আমাদের এক কর্মকর্তা ও তিনজন কর্মী আহত হয়েছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুন নেভানোর সময় আমাদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এর উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তদন্ত শেষে জানা যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×