গাজীপুরের কিশোর গ্যাং লিডার ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ও আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ (২৭) এবং তার ঘনিষ্ঠ সহযোগী সৌরভ (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানের সময় আকাশের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও জব্দ করা হয়।
র্যাবের একাধিক সূত্র জানায়, গতকাল মধ্যরাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় গোপন অভিযানে আকাশ ও সৌরভকে আটক করা হয়। আত্মগোপনে থাকা অবস্থায় তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।
র্যাব জানিয়েছে, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানার উলুসারা গ্রামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় পিচ্চি আকাশসহ মোট ১০ জনকে আসামি করা হয়। এরপর থেকেই আকাশ পলাতক ছিলেন।
ঘটনার পর র্যাবের একটি বিশেষ ইউনিট ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ নজরদারির পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, পিচ্চি আকাশের বিরুদ্ধে আগে থেকেই ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর র্যাব তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”