চাঁদা চেয়ে মারধর, নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতিকে নোটিশ


চাঁদা চেয়ে মারধর, নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতিকে নোটিশ

নেত্রকোণায় জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে এলজিইডির ঠিকাদার সারোয়ার জাহানকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও রয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১০ সেপ্টেম্বর) নেত্রকোণা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুরে সারোয়ার জাহান এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কক্ষে বসে কথা বলছিলেন। তখন সুমন নামের এক যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যান। পরে সেখানে উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সারোয়ার জাহানকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, “আমি ছুটিতে আছি, তবে বিষয়টি শুনেছি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ অনিক মাহবুব চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে তিনি বক্তব্য দেবেন।

নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, “ঠিকাদার সারোয়ার জাহান আমার কক্ষে কথা বলছিলেন। তখন ছাত্রদল নেতা সুমন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে মারধরের ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব ও সুমন সেখানে উপস্থিত ছিলেন বলে জানি। আমি বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিলম্বে জানিয়েছি।”

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে সুমন নামের একজনের কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। আমি বিষয়টি দেখার জন্য এগিয়েছিলাম। এখানে আমাকে অহেতুক জড়ানো হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×