টঙ্গী রেলস্টেশনে আলাদা স্থান থেকে ২টি লাশ উদ্ধার
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের দুটি পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এসব লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অপরজন ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
নিহতদের একজন হলেন গাজীপুরের কালীগঞ্জ সদর এলাকার কালাপাটুয়া কাপাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন (৭৭)। অন্যদিকে মৃত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।
রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় রেলক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এসময় ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে নরসিংদীগামী ট্রেন ধরার জন্য টঙ্গী রেলস্টেশনে অপেক্ষা করছিলেন জামাল উদ্দিন। সেখানে হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়ে তিনি মারা যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং রোববার সকালে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত নারীর মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।