গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, অর্ধশত দোকান পুড়েছে


গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, অর্ধশত দোকান পুড়েছে

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুরগির দোকান, আলু-পেঁয়াজসহ বিভিন্ন মসলা ও মুদি দোকান মিলিয়ে অন্তত ৫০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে ভোগরা ফায়ার স্টেশনের তিনটি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, শাপলা ম্যানশনের পাশে অবস্থিত কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।” তিনি আরও জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, “চন্দনা চৌরাস্তা কাঁচা বাজারের উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপর তা আশপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।” তিনি ধারণা করছেন, আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×