চবি এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি


চবি এলাকায় সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এই আদেশ জারি করেন।

আদেশ অনুযায়ী, রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারার প্রয়োগ কার্যকর থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×