নুরের ওপর হামলা
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতের
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৩৯ পিএম, ৩০ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্যের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
তারা জাতীয় পার্টিকে 'ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট' উল্লেখ করে সরকারের কাছে দলটিকে নিষিদ্ধ করার জন্য বিচারিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
শনিবার বিকেলে হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠান হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে তারা বলেন, "আমরা গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসী, পুলিশ ও সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্যের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
এছাড়া, হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের পর কঠোর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানানো হয়।
হেফাজতের নেতারা জাতীয় পার্টিকে 'ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট' বলে উল্লেখ করে সরকারকে তাদের নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, "জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।"
তারা আরও বলেন, "ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেক কিছুই এখনও বাস্তবায়ন হয়নি। সবচেয়ে জরুরি বিষয়, পুলিশ বাহিনীর সংস্কার এখনো দেখা যায়নি।"
এছাড়া, ৫ আগস্টে ছাত্র-জনতার পক্ষে ইতিবাচক ভূমিকা রাখায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করলেও, শুক্রবার পুলিশের সঙ্গে মিলে একটি সুপরিচিত ছাত্রনেতার ওপর হামলার ঘটনায় সেনাবাহিনীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তারা।