ভিক্ষুক সেজে অভিনব কায়দায় চুরি


ভিক্ষুক সেজে অভিনব কায়দায় চুরি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে বাসের জন্য অপেক্ষার সময় এক প্রবাসীর স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালঙ্কার চুরি করার অভিযোগে একটি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তসলিমা আকতার (৩৫) নামে ওই নারী দীর্ঘদিন ধরে ভিক্ষুক সেজে চুরি-প্রতারনার সঙ্গে যুক্ত ছিল। তিনি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশা বাপের বাড়ি এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। স্থানীয়রা জানায়, তসলিমার একটি সংঘবদ্ধ চোরের দল রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ২১ আগস্ট উপজেলার কলাউজান ১ নং ওয়ার্ডের প্রবাসী হাফেজ আহমদের স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি (২৪) চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমিরাবাদ স্টেশনে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় তসলিমা ভিক্ষুক সেজে ভিক্ষা চায়। ভিক্ষা দিতে অস্বীকার করলে তিনি উস্কানিমূলক কথা বলে ঝগড়া উসকে দেন। বাকবিতণ্ডার এক ফাঁকে রাফির ব্যাগ থেকে প্রায় ২ ভরি ওজনের ২ জোড়া কানের দুল এবং একটি আংটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে রাফি লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের পর তসলিমাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী রাফি বলেন, “বাকবিতণ্ডার এক ফাঁকে আমার ব্যাগের চেইন খুলে স্বর্ণ নিয়ে গেছে। আমি একদম টের পাইনি।”

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “তসলিমা পেশাদার চোর। ভিক্ষুকের আড়ালে দীর্ঘদিন ধরে চুরি-প্রতারণা চালাচ্ছিল। তার কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি করা নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এতে রয়েছে পাঁচটি আংটি, দুটি চেইন, চার জোড়া কানের দুল এবং দুটি নাকফুল। ভুক্তভোগী রাফি তার নিজের স্বর্ণালঙ্কার শনাক্ত করেছেন।”

আটক তসলিমাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×