রাঙ্গামাটিতে ছাত্রশিবির এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


রাঙ্গামাটিতে ছাত্রশিবির এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা  শাখার  উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ‌ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (২৫ আগষ্ট)  সকাল  শহরের নাদিশা কনভেনশন  হলে  ৩০০শতাধিক  শিক্ষার্থীদের মধ্যে রাঙ্গামাটি  জেলা ইসলামী ছাত্রশিবিরের  আয়োজনে  ‌ এসএসসি /দাখিল, সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‌ সেক্রেটারি জেনারেল ‌ নুরুল ইসলাম সাদ্দাম।

রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে  এসময় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের আমির মো আব্দুল আলিম,  বিশিষ্ট শিক্ষাবিদ তানভীর আরিফ, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক  জালাল উদ্দীন প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী দিনে আপনাদের এগিয়ে যেতে হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। আপনারা ভবিষ্যতে ‌ বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আপনাদের ভিতর নেতৃত্বে যে গুণ গুলি রয়েছে ‌ এগুলো প্রকাশ করতে হবে ‌। আপনারা যারা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার ‌ বা ‌ অন্য কোন পেশায় আবদ্ধ হতে চান ‌ তারা এখন থেকেই ‌ প্রস্তুতি নিতে শুরু করুন। আগামীতে দেশের একজন ‌ সূর্য সন্তান হিসেবে ‌ তৈরি হতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই । বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

পরে জেলার ৩ শতাধিক  কৃতি শিক্ষার্থীদের ‌ মধ্যে সংবর্ধনা  তুলে দেয়া হয়।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×