‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১


‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে ১৫ বছর বয়সী কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেইঙ্গার মূখ ব্রিজে এই ঘটনা ঘটে। ঘটনায় রাহাত ও মানিক নামে আরও দুই কিশোর আহত হয়েছেন।

থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং আহত দুই কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

নিহত কিশোর মুহাম্মদ লোকমান সওদাগরের একমাত্র ছেলে এবং স্থানীয় সাগর আলী তালুকদারের বাড়ির সন্তান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৩ টার দিকে তালুকদার বাড়ির একটি সড়কে সাগরসহ স্থানীয় পাঁচ-ছয়জন কিশোর দাঁড়িয়ে ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখে ধাওয়া করলে কিশোররা পালানোর চেষ্টা করে। ধাওয়াকারদের হাত থেকে রক্ষা পেতে তিনজন নির্মাণাধীন একটি বাড়ির ছাদে উঠে আশ্রয় নেয়। কিন্তু ধাওয়াকাররা তাদের ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার মূখ ব্রিজে নিয়ে রেলিংয়ের সঙ্গে রশি বেঁধে মারধর শুরু করে।

ঘটনার খবর পেয়ে নিহত মাহিনের বাবা-মা ঘটনাস্থলে গেলে, তাদের সামনে তাদের একমাত্র ছেলে নির্মমভাবে পিটিয়ে মারা হয়। চেষ্টা করার সময় মাহিনের বাবাকেও মারধর করে আহত করা হয়।

ঘটনায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মানিক ও রাহাত নামের দুই কিশোরকেও মারধর করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর আহমদ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল কাসেম লেদুর ছেলে নোমান ও মৃত মাহমদুল হকের ছেলে আজাদকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×