চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক


চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) এক সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি এলাকায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মনিরুল ইসলাম কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনে কর্মরত ছিলেন। তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “মুনিরুল মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় চুনতি এলাকায় টহল পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ করা হয়।”

তিনি আরও জানান, মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×