আড়াই কেজির ইলিশ ধরা পড়ল মেঘনায়, ৬৫০০ টাকায় বিক্রি


আড়াই কেজির ইলিশ ধরা পড়ল মেঘনায়, ৬৫০০ টাকায় বিক্রি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ, যা নিলামে বিক্রি হয়েছে সাড়ে ছয় হাজার টাকায়। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে এই নিলাম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গনি মাঝি নামের এক জেলে গত রোববার রাতে মেঘনা নদীতে জাল ফেলেন। সকালে তার জালে ধরা পড়ে চারটি ইলিশ। সোমবার দুপুরে তিনি মাছগুলো বিক্রির জন্য অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে নিয়ে যান। চারটি মাছের মধ্যে একটি ছিল ২ কেজি ৫০০ গ্রাম ওজনের। এ মাছটি সাড়ে ছয় হাজার টাকায় কিনে নেন শাহেদ ব্যাপারী নামের এক ক্রেতা।

গনি মাঝি বলেন, “নদীতে এবার ইলিশ নেই বললেই চলে। গতকাল রাতে জাল ফেলে সকাল পর্যন্ত চারটা মাছ পেয়েছি। তার মধ্যে একটা বড় ছিল, আর বাকি তিনটা ছোট। বড় মাছটার ওজন আড়াই কেজি হয়েছে। দাম পেয়েছি সাড়ে ছয় হাজার, আর অন্য তিনটা সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় মাছটি পাওয়ায় মোটামুটি খরচ উঠবে, না হলে তেলের খরচই হতো না।”

ক্রেতা শাহেদ ব্যাপারী বলেন, “বড় মাছের চাহিদা অনেক বেশি, দামও ভালো পাওয়া যায়। তাই বেশি দাম দিয়েই কিনেছি।”

পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ অনেক কম ধরা পড়ছে। অনেক জেলে তাদের খরচও তুলতে পারছেন না। তবে বড় ইলিশের দাম ভালো পাওয়া যায়, তাই জেলেরা বড় মাছ পেলেই খুশি হন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×