চট্টগ্রাম বন্দরে একই দিনে আইসিডিগামী কনটেইনার সরানোর নির্দেশ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২০ পিএম, ১৭ আগস্ট ২০২৫

চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) বা অফডকগামী সব কনটেইনার নির্ধারিত ডিপোতে প্রথম দিনেই স্থানান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কোনো কারণে একদিনে সব কনটেইনার সরানো সম্ভব না হলে দ্বিতীয় দিনের মধ্যেই অবশ্যই স্থানান্তর সম্পন্ন করতে হবে।
রবিবার (১৭ আগস্ট) জারি করা এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, চালানের সব কনটেইনার ডিপোতে পৌঁছানোর পরই চার্জ কার্যকর হবে। তবে বিশেষ পরিস্থিতি বা ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে প্রয়োজন হলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার “ডুয়াল ডেলিভারি”র অনুমতি দিতে পারবেন।
নির্দেশনা জারি করেন এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক, রফতানি নীতি ও বন্ড) মো. আল আমিন। এটি ইতোমধ্যে আইসিডি মালিক ও সংশ্লিষ্ট পক্ষের কাছে পাঠানো হয়েছে। এনবিআর জানায়, এ উদ্যোগের মাধ্যমে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং বাণিজ্য সহজীকরণের স্বার্থে দীর্ঘদিনের সমস্যাগুলো যেমন বিলম্ব, জটিলতা ও ধারণক্ষমতার সংকট সমাধান সম্ভব হবে।
এর আগে, গত ২৫ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসে অনুষ্ঠিত বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা আইসিডির ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তারা প্রস্তাব দেন, বন্দরে সরাসরি ডুয়াল ডেলিভারি”র অনুমোদন থাকলে খালাস প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে।
বর্তমানে চট্টগ্রামে ১৯টি বেসরকারি আইসিডি আমদানি, রফতানি ও খালি কনটেইনার হ্যান্ডল করছে। এ বিষয়ে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “বন্দরে কনটেইনার খালাস হওয়ার পর চার দিন ফ্রি টাইম দেওয়া হয়, যা এক-দুই দিনের মধ্যে স্থানান্তর শেষ করা কঠিন করে তোলে। বন্দরে যদি জট না থাকে, তা সম্ভব হলেও জটিল পরিস্থিতিতে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।