শ্রীনগরে অবৈধ কসমেটিকস কারখানায় অভিযান সেনাবাহিনীর


শ্রীনগরে অবৈধ কসমেটিকস কারখানায় অভিযান সেনাবাহিনীর

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধ ও ভেজাল কসমেটিকস তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানার মালিককে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ষোলঘর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান কালামের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল জেলা প্রশাসকের প্রতিনিধি নিয়ে অভিযান চালায়।

অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে: ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫০০ অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২০০ কিউট গ্লিসারিন, ৮০০ জেসমিন বডি স্প্রে, ১২০ হোয়াইট বিউটি ক্রিম, ৭০০ লেমন ফ্রেশ স্প্রে, ৬৫০ বেবি অলিভ অয়েল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১২ ডজন কনডম, ১ হাজার ৪০০ গৌরী ক্রিম, ৮০০ লতা হারবাল ক্রিম, ৪০০ জাফরান হেয়ার ওয়েল, ৩০০ টিউলিপ অলিভ অয়েল, ৫০ হেয়ার কালার স্টার্ট প্যাকেট, পাকিস্তানি ও অন্যান্য নামের ২৫০ ক্রিম, ১ হাজার ২০০ অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি কেমিকেল এবং ৭০০ লিটার তেল ভর্তি ড্রাম।

এ ছাড়া একটি ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার খালি বোতল ও প্যাকেট, ৪৫০ হেকসিসল হ্যান্ড স্যানিটাইজার, ২০০ তিব্বত পমেট ক্রিম এবং ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদিও জব্দ করা হয়।

প্রতিষ্ঠানটির বাজার মূল্য আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা।

অভিযানের সময় মো. ইয়াছিন (৩৫) নামে কারখানার মালিককে আটক করা হয়। সেনা সূত্র জানায়, তিনি ১৫ বছর ধরে কালামের বাড়িতে ভাড়া থাকেন এবং এক বছর ধরে অবৈধভাবে এই কসমেটিকস ব্যবসা পরিচালনা করছিলেন। তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×