আদালত থেকে ফেরার পথে বাদীকে হত্যা


আদালত থেকে ফেরার পথে বাদীকে হত্যা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে মোজাহের আহমদ (৩৫) নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের জানের বাপের বাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোজাহের একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকার বাসিন্দা এবং কৃষক। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম আদালতে বাদী হিসেবে হাজিরা দেন। ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে হত্যা করে একটি পুকুরে ফেলে রাখা হয়।

স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×