ডাকাতি ঠেকাতে বানানো পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেলো চোর
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২২ পিএম, ১৪ আগস্ট ২০২৫

গাজীপুর জেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকা এক অদ্ভুত চুরি ঘটেছে—নিশ্চিত নিরাপত্তার প্রতীক হওয়া পুলিশ চেকপোস্টের টিন চুরি হয়ে গেছে। জয়দেবপুর থানার রাত্রিকালীন এই চেকপোস্টটি ছিল রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী যাওয়ার আঞ্চলিক সড়কে অবস্থিত। বুধবার ভোরে দুর্বৃত্তরা এ টিন লুটে নিয়েছে বলে জানা গেছে।
অঞ্চলের পোশাক কারখানাগুলোর কারণে এখানে হাজার হাজার শ্রমিক দিনরাত যাতায়াত করেন। আগেও এই সড়কে ডাকাতির ঘটনা ঘটায়, তখন স্থানীয় পুলিশ চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেয়। যদিও প্রথমদিকে নিয়মিত পুলিশ কর্মীরা সেখানে ছিলেন, পরবর্তীতে চেকপোস্ট কার্যকরভাবে পরিচালিত হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের এই অবহেলা দুর্বৃত্তদের সাহস বাড়িয়েছে এবং তাই তারা চেকপোস্টের টিন চুরি করে নিয়েছে। পোশাক শ্রমিক আল আমিন বলেন, “এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা। রাতে বাসায় ফেরার সময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা চোর-ছিনতাইকারীরা চাকু বা দা দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে বেতন প্রদানের সময় ছিনতাই বেশি হয়ে থাকে। পুলিশ নিজেদের চেকপোস্টের টিন রক্ষা করতে পারেনি, সেখানে আমাদের নিরাপত্তা কীভাবে সম্ভব?”
ইজিবাইক চালক আসাদুলও বলেন, “এ রাস্তায় গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ যদি নিয়মিত রাতে চেকপোস্ট পরিচালনা করত, জনগণের নিরাপত্তা নিশ্চিত হতো এবং টিনও রক্ষা করা যেত।”
স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, “বেশ কিছু ডাকাতির ঘটনার পর জয়দেবপুর থানার তৎকালীন ওসি ও সার্কেল কর্মকর্তাকে নিয়ে এলাকাবাসী চেকপোস্টের দাবি জানায়। পরে থানা পুলিশের অনুমতিক্রমে যুবসমাজের সহায়তায় চেকপোস্ট স্থাপন করা হয়। তবে রাতের এই ঘটনার মাধ্যমে টিন চুরি হওয়াটা দুঃখজনক।”