চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ফেসবুক লাইভে রক্ষা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৯ এম, ১৩ আগস্ট ২০২৫

চট্টগ্রামে বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে সরাসরি সহায়তার আবেদন করেন।
ঘটনাটি ঘটেছে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায়, মঙ্গলবার বিকেলে। আক্রান্ত চিকিৎসকের নাম মোহাম্মদ ইকবাল। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ডা. ইকবাল নুর বেগম জামে মসজিদের কাছে একটি বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণ কাজের জন্য স্থানীয় কিছু বিএনপি নেতারা ইট-বালুর সরবরাহের সুযোগ দাবি করেন। ইকবাল তাতে রাজি না হওয়ায় তারা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার বিকেলে হারুনের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর শারীরিক আক্রমণ চালায়।
আত্মরক্ষার জন্য ডা. ইকবাল একটি ভবনের চারতলায় উঠে একটি কক্ষে আশ্রয় নেন এবং সেখান থেকেই ফেসবুক লাইভে এসে বলেন, "বিএনপির হারুনসহ সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে। ওরা আমাকে খুঁজে মারার চেষ্টা করছে। আমি ৯৯৯ এ ফোন করেছি, কিন্তু পুলিশ এখনো আসেনি। দয়া করে আমাকে বাঁচান।" লাইভ ভিডিওতে দেখা যায়, তার চোখ দিয়ে রক্ত ঝরছিল এবং তিনি চরম ভয়ের মধ্যে ছিলেন।
পরে রাত ৯টার দিকে তিনি চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ডা. ইকবালের নির্মাণাধীন বাড়ির জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে পূর্বে থেকেই বিরোধ চলছিল। তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এ অভিযোগ করলে চউক নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। কিন্তু তা উপেক্ষা করে কাজ চালালে বিরোধের সূত্র ধরে সংঘর্ষ হয় এবং ধস্তাধস্তিতে ইকবাল আহত হন।
তিনি বলেন, "ফেসবুক লাইভে সহায়তা চাওয়ার বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি যে কক্ষে লুকিয়ে ছিলেন, সেটি আমরা জোর করে খুলে তাকে বের করি।"
পুলিশ জানায়, অভিযুক্ত হারুন মূলত একজন ‘মহল্লা সরদার’। যদিও তাকে বিএনপি নেতা বলা হচ্ছে, তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।
মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ওসি বলেন, "ভিকটিম অভিযোগ দিলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।"