চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা শিবিরের নবীনবরণ অনুষ্ঠান
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫৩ পিএম, ১১ আগস্ট ২০২৫

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইনসহ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে।
সোমবার (১১ আগস্ট) শহরের স্টেশন রোডস্থ হোটেল সৈকতের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের দেশ গঠনের দায়িত্ব আমাদের ওপর। ছাত্রশিবিরের ৯০-৯৫ শতাংশ কার্যক্রম পরিচালিত হয় ছাত্রদের ব্যক্তিত্ব গঠন, দক্ষতা উন্নয়ন এবং উন্নত নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময়, উর্বর এবং সৌন্দর্যমণ্ডিত ভূমি। ইতিহাসের এই সমৃদ্ধ ভূখণ্ড গঠন করতে হলে আমাদের নিজেদেরকে দক্ষ ও নৈতিক চরিত্রে গড়ে তুলতে হবে।”
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হামেদ হাসান মিশকাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি।