নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টা পর


নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টা পর

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, নিহত মাসুম বিল্লাহ ৪৮ বিজিবির সোনারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং এলাকায় ইছামতি নদীতে ভারত থেকে আসা একটি পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। চোরাই পণ্য ঠেকাতে গেলে দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। সঙ্গে থাকা অন্য বিজিবি সদস্য ও নৌকার মাঝি তীরে উঠতে সক্ষম হলেও মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি চালানো হলেও শনিবার সন্ধ্যার মধ্যে তাকে পাওয়া যায়নি। অবশেষে, রবিবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×