ছাত্রদল নেতার পরকীয়া ফাঁস করায় যুবদল কর্মীকে হত্যা


ছাত্রদল নেতার পরকীয়া ফাঁস করায় যুবদল কর্মীকে হত্যা

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতার পরকীয়ার বিষয় ফাঁস করে দেওয়ায় এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি রনি হোসেন (২৯), যিনি সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে, উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায়। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, ছাত্রদল নেতা রাজু আহমদের পরকীয়ার বিষয়টি রনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ হওয়ার পরই এই হামলার ঘটনা ঘটে।

আসামি রাজু আহমদ গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ী পূর্ব পাড়ার বাসিন্দা এবং বাবুল আহমদের ছেলে। তিনি পৌর ছাত্রদলের এক সাংগঠনিক পদে ছিলেন বলে জানা গেছে।

নিহত রনি হোসেন আমুড়া ইউনিয়নের দাম্পাল গ্রামের বাসিন্দা এবং আজিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে কদমতলী এলাকায় রনির ওপর ছুরিকাঘাত চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনির মা রত্না বেগম বলেন, “কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন, তার স্বামী পরকীয়া করছে। এটা নিয়ে রাজুর সঙ্গে রনির বাগবিতণ্ডা হয়। এছাড়া আর কারও সঙ্গে আমার ছেলের শত্রুতা ছিল না। রাজুই আমার ছেলেকে হত্যা করেছে।”

গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তাক আহমদ জানান, “কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে।”

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। স্থানীয়ভাবে এ হত্যাকাণ্ড রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×