গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২১ পিএম, ০৯ আগস্ট ২০২৫

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাসহ একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে স্টেশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে হঠাৎ ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে চলে গেলে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেল জংশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী। তিনি বলেন, "ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ থেকে মিটার গেজ লাইনে প্রবেশ করে। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।"
লাইনচ্যুতির ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়ক পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
এদিকে, দুর্ঘটনার পর থেকে স্টেশনের তিন নম্বর লাইনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আটকে রয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, "ট্রেনটির যে বগিগুলো লাইনচ্যুত হয়নি, সেগুলোকে বিচ্ছিন্ন করে মৌচাকের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে ওই লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হবে না।"
ভাগ্যক্রমে, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় গতি কম থাকায় কোনো যাত্রী হতাহত হয়নি। দুর্ঘটনার পর পরই রিলিফ ট্রেন পাঠানোর জন্য ঢাকায় বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।