স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান: ৯৯৯-এ স্বামীর ফোন


স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান: ৯৯৯-এ স্বামীর ফোন

গাজীপুরের কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনা জানান রাকিব হাসান (২২)। শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রাকিব বগুড়ার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। নিহত জেমি (১৯) দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরি গোলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, হত্যার পর রাকিব ৯৯৯-এ ফোন দিয়ে বলেন, “আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব। আপনারা আমাকে নিয়ে যান।” পরে বিষয়টি কাশিমপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেমির লাশ উদ্ধার করে এবং রাকিবকে গ্রেপ্তার করে।

কাশিমপুর থানার এসআই লিটন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সময় নিহতের দুই বছরের ছেলে তাজিম ও দুই মাসের মেয়ে রাইসা আক্তার জেরীন মায়ের মরদেহের পাশে কান্নাকাটি করছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×